ধানমন্ডিতে ইয়েলোর শোরুমে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ইয়েলোর শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
রোববার (৪ আগস্ট) বিকেল ৪টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
বিজ্ঞাপন
তিনি বলেন, কিছুক্ষণ আগে আমরা ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত ইউলোর শোরুমে আগুন লাগার সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের একটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আমাদের আরও দুটি ইউনিট যাচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে এই তথ্য আমাদের কাছে নেই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
এমএসি/জেডএস