পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজ (শনিবার) বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা রাজধানীর প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে এমন ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজার মোড় পর্যন্ত সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন নদ্দা ও নতুন বাজারের দিকে যেতে পারছে না।  

জড়ো হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শুক্রবার সারাদেশে পালিত ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় ব্যাপক হতাহত হয়। ওই সব হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে সারাদেশে আমরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এখানে আমরা শুধু শিক্ষার্থীরাই উপস্থিত আছি।

এএসএস/এনএফ