চট্টগ্রামে দিনভর থেমে থেমে বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রামে শুক্রবার থেকে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দিনভর থেমে থেমে বৃষ্টির ফলে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে শনিবার সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। 

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পাহাড়ধসেরও আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার নগরীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

এমএসএ