চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের সাধারণ ও তরুণ আলেম সমাজ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ ও শিক্ষামুখী রাখতে সংহতির অংশ হিসেবে তারা ঘোষণা করেছেন ‘আমারও কিছু বলার আছে কর্মসূচি’।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের সামনে এ সংহতি সমাবেশ আহ্বান করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, বিগত কয়েকদিনে শত শত ছাত্র-জনতাকে হত্যা, জুলুম ও নির্যাতনের ঘটনায় সাধারণ আলেম সমাজ উদ্বিগ্ন। কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ, নিরস্ত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন দমনপীড়ন চালানো হয়েছে।

এমন উদ্বিগ্ন ও সংকটময় পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়তে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।

এতে দেশবরেণ্য সাধারণ আলেমসমাজ, শিক্ষক, লেখক-বুদ্ধিজীবী, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, ইমাম-খতিব উপস্থিত থাকবেন।

এসএসএইচ