‘বিবাহ, তালাক, দত্তক গ্রহণ ও জিয়াফত বা ভোজের ওপর কর’ খাত থেকে গত অর্থবছরে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা রাজস্ব আয় করেছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বিশ্লেষণে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার বিবাহ নিবন্ধন কার্যক্রম শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছিল সংস্থাটি। সেখানে প্রথম বিবাহের ক্ষেত্রে ১০০ টাকা কর হলেও ২য়, ৩য় ও ৪র্থ বিয়ের ক্ষেত্রে কর নির্ধারণ করা হয় যথাক্রমে ৫ হাজার, ২০ হাজার এবং ৫০ হাজার টাকা।

এরই ধারাবাহিকতায় গেল অর্থবছরে ‘বিবাহ, তালাক, দত্তক গ্রহণ ও জিয়াফত বা ভোজের ওপর কর’ খাত থেকে গত অর্থবছরে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা রাজস্ব আয় করেছে সংস্থাটি।

এ ছাড়া নতুন অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে মেয়র হানিফ উড়াল সেতু থেকে ডিএসসিসি প্রথমবারের মতো ৬ কোটি ৩১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। বিগত ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে এ খাত থেকে আদায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৮.০২ কোটি, ৯.২৯ কোটি ও ৯.২৯ কোটি টাকা।

একইভাবে ‘রাস্তা খনন ফিস’ খাতে গত অর্থবছরে ৬২ কোটি ০৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে তারা। ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাপনী স্থিতি দাঁড়িয়েছে ৮২৩.৮১ কোটি টাকা।

এএসএস/এসএসএইচ