গণমিছিল থেকে সমন্বয়কের মোবাইল চুরি
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে মো. রিদুয়ান সিদ্দিকী নামে এক সমন্বয়কের মোবাইল চুরি হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) আন্দরকিল্লা এলাকায় গণমিছিল থেকে ওই সমন্বয়কের মোবাইল চুরি হয়।
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক পোস্টে জানান, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-চট্টগ্রামের সমন্বয়ক মো. রিদুয়ান সিদ্দিকীর মোবাইলটি আজ আন্দরকিল্লায় কর্মসূচি থেকে চুরি হয়েছে। তাই নতুন কোনও মোবাইলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত তার সঙ্গে কেউ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন না। তাকে পাঠানো গুরুত্বপূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম থেকে রিমুভ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
আরও পড়ুন
শুক্রবার জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা। পরে নিউমার্কেট গিয়ে অবস্থান নেন তারা। সেখান থেকে সরে টাইগারপাসেও অবস্থান নেন আন্দোলনকারীরা।
আরএমএন/এমএসএ