কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র ক‌রে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নি‌য়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ কর‌ছেন পররাষ্ট্র-স‌চিব মাসুদ বিন মো‌মেন।

বৃহস্প‌তিবার (১ আগস্ট) ৪টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ শুরু ক‌রে‌ছেন পররাষ্ট্র-স‌চিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকায় বিদেশি মিশনের প্রায় ২৩ জনের মতো কূটনীতিককে ব্রিফ করার জন্য আমন্ত্রণ জানা‌নো হ‌য়েছে।

গতকাল পররাষ্ট্র-স‌চিব জানিয়েছেন, আমা‌দের উন্নয়ন সহ‌যোগী যারা আছেন তা‌দের অনেক প্রশ্ন আছে। যেটা তারা অনেক বড় মি‌টিংয়ে বল‌তে স্বাচ্ছন্দ্যবোধ ক‌রেন না, সেগু‌লো আমরা তা‌দের এড্রেস করব।

এর আগে, কোটা আন্দোলন ইস্যুতে গত ২১ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাপ্রধানদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সব‌শেষ, গত ২৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার মধ্যে থেকে কিছু স্থান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সরেজমিনে দেখিয়েছে সরকার।

এনআই/এসকেডি