কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীর উদ্বেগ জানিয়েছে।

বুধবার (৩১ আগস্ট) ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর এক টুইট বার্তায় এ কথা জানান ইউরোপিয়ান ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মহাসচিব স্টেফানো স্যানিনো।

টুইটে স্টেফানো লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং সম্প্রতি আন্দোলন চলার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তিপ্রয়োগের ঘটনায় আবারো চরম উদ্বেগ প্রকাশ করেছি।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বান জানান মহাসচিব।

এনআই/এমজে