কয়েক হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ২৭ জুলাই থেকে এ কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (৩১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। 

দেশের যে কোনো ক্রান্তিলগ্নে নৌবাহিনী মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এমএসি/এমজে