ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেনের নিয়োগের মেয়াদ আরও দুবছর বাড়িয়েছে সরকার। 

মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়, এ জেড এম সাজ্জাদ হোসেনকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১০ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে মিনিস্টার (প্রেস) পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

২০২১ সালের ১ আগস্ট ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে ৩ বছরের জন্য নিয়োগ পান এ জেড এম সাজ্জাদ হোসেন। তার আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এসএইচআর/এমএসএ