আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

ফাইল ছবি

শ্রাবণ মাসের মাঝামাঝিতেও বর্ষার চিরচেনা রূপ লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি কমে যাওয়ায় সারা দেশে বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। বেড়েছে গরমের অনুভূতি। গতকালও (২৮ জুলাই) ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার থেকে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এতে তাপপ্রবাহ ও গরমের অনুভূতিও কমতে পারে।

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় কিছুদিন ধরেই সারা দেশে বৃষ্টি কম থাকছে। এতে তাপমাত্রা বেড়ে দেশের কোনো কোনো জেলার ওপর দিয়ে তাপপ্রবাহও বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রংপুর ও সিলেট বিভাগের সব জেলা এবং টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৭ ডিগ্রি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পিএইচ