বিশ্বের ১০০ শহরের মধ্যে পর্যটকদের জন্য দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে পাকিস্তানের করাচির নাম। ১০০-এর মধ্যে করাচির স্কোর ৯৩.১২। আর বাংলাদেশের রাজধানী ঢাকাকে এ তালিকায় রাখা হয়েছে ৬ নম্বরে। ঢাকার স্কোর ৮৯.৫০। 

১১ জুলাইয়ের ফোর্বসের অ্যাডভাইজার লিস্টে ১০০ স্কোর নিয়ে এক নম্বরে রয়েছে ভেনেজুয়েলার কারাকাস। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন, নাইজেরিয়ার লাগোস ও ফিলিপাইন্সের ম্যানিলা। 

ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসী হুমকি, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক দুর্বলতার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।   

এদিকে সিঙ্গাপুর ০ স্কোর নিয়ে প্রথম, জাপানের টোকিও ১০.৭২ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কানাডার টরন্টো ১৩.৬ স্কোর নিয়ে পর্যটকদের জন্য নিরাপদ শহরের ওপরের দিকে রয়েছে। 

এনএফ