কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে কানাডা। একইসঙ্গে দেশটি বাংলাদেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে চালুর আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ঢাকার কানাডিয়ান হাইকমিশন দেশটির সরকারের এ বার্তা এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের মানুষ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা অবাক হয়েছি। আমরা একটি শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের পক্ষে ওকালতি বলতে চাই যে, ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবার এবং প্রভাবিত সবার সঙ্গে আমরা আছি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কথা বলা এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিগগিরিই ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে চালু করার আহ্বান জানাই, যেন মানুষ গুরত্বপূর্ণ তথ্য পেতে সহায়তা পায় এবং কানাডা এবং বিশ্বব্যাপী তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের জন্য অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার সঙ্গে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব।

এনআই/এমএ