স্যাঁতসেঁতে ঘরে রাখা হয়েছে ইভিএম, নষ্ট হওয়ার আশঙ্কা
সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে মাঠ পর্যায়ের যেই স্থানে ইভিএমগুলো রাখা হয়েছে সেই জায়গা স্যাঁতসেঁতে হওয়াতে যন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের স্বাক্ষরিত মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী প্রকাশ করে। কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৪ জুলাই নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে ইসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা জানান, বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষণ করে রাখা আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানের নিচতলায় স্যাঁতসেঁতে অবস্থায় আছে। এতে ইভিএমগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষণ করে রাখায় সেসব প্রতিষ্ঠানে পাঠদানেও অসুবিধা হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, ইভিএমগুলো যাচাই করে দেখা যায়, সংরক্ষিত ইভিএমগুলোর মধ্যে অনেক ইভিএম ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তাই ১০টি অঞ্চলে ইভিএম সংরক্ষণের জন্য ওয়ারহাউজ তৈরি করা প্রয়োজন। এজন্য ওয়ারহাউজের একটি খসড়া ডিজাইন প্রকল্প কার্যালয় থেকে মাঠ পর্যায়ে দেওয়া প্রয়োজন। ওয়ারহাউজ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় জমি এবং অন্যান্য খরচেরও প্রয়োজন হবে। ইভিএম প্রকল্প এবং মাঠ কার্যালয়ের সমন্বয়ে একটি ব্যয় প্রাক্কলন প্রস্তুত করে কমিশন সচিবালয়ের অনুমোদনের জন্য উপস্থাপন করা প্রয়োজন।
এসআর/এসকেডি