রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মর্গের এক সহকারী জানান, গত ১৭ জুলাই তারিখ থেকে এ পর্যন্ত কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, দুইজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন। এদের মধ্যে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আলীসহ দুইজনের ময়নাতদন্ত হয়। এছাড়া, গত ১৯ জুলাই ছয়জনের, ২০ জুলাই ২১ জনের, ২১ জুলাই ৩৬ জনের, ২২ জুলাই ১০ জনের, ২৩ জুলাই নয় জনের, ২৪ জুলাই তিন জনের ও আজ দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে দুই পুলিশ সদস্যের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তারা হলেন, রায়েরবাগে গুলিবিদ্ধ এএসআই মুক্তাদির ও রায়েরবাগে গণপিটুনিতে নিহত নায়েক মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

এছাড়া, দুই সাংবাদিক হলেন, যাত্রাবাড়ীর কাজলায় গুলিবিদ্ধ ঢাকা টাইমসের মেহেদী হাসান ও নিউমার্কেটে দ‍্য ডট লাইভের তাহির জামান প্রিয়। 

এদিকে, মতিঝিলে গুলিবিদ্ধ হয়ে নিহত আনসার সদস্য জুয়েলের মরদেহেরও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, এ হাসপাতালে ময়নাতদন্ত ছাড়াই আটজনের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন।

এসএএ/কেএ