কোটা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ সময়ে নগরের হালিশহর থানায় একটি নতুন মামলাও দায়ের করা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে নগর বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে কয়েকদিনের টানা অভিযানে এ পর্যন্ত মোট ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সিএমপির এ পুলিশ কর্মকর্তা।

এমআর/এসকেডি