সারা দেশে চলমান কারফিউয়ের শিথিল সময়ে আপাতত ঢাকা থেকে দুইটি রুটে ট্রেন চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আন্দোলনের মুখে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধের ৬ষ্ঠ দিনে এই সিন্ধান্ত জানানো হলো। তবে, এই সময়ে কনটেইনারবাহী ট্রেন চলাচল করেছে।

বুধবার (২৪ জলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার কারফিউয়ের শিথিল সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা ও ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে দুইটি কমিউটার ট্রেন চলাচল করবে। এছাড়া, পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

/এমএইচএন/কেএ