বিআরটি প্রজেক্টের এস্কেলেটরগুলোও আগুনে পুড়ে ছাই
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) জন্য আনা এস্কেলেটরগুলো (চলন্ত সিঁড়ি)।
বুধবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা গেছে, উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে বিএনএস পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫টি এস্কেলেটর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব এস্কেলেটর এখনো রাস্তার পাশে পড়ে আছে।
বিজ্ঞাপন
ফ্লাইওভারের ওপরে বিআরটি প্রজেক্টের জন্য রাখা সারিবদ্ধ এস্কেলেটরগুলোর ধ্বংসাবশেষ দেখা গেছে। এর ভেতরের মটরসহ আনুষঙ্গিক প্রায় সবকিছুই আগুনে পুড়ে গেছে। এ ছাড়া, সড়কের একপাশের তিন থেকে চারটি ভবনও ইটপাটকেল নিক্ষেপের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ইটপাটকেল এবং আগুনে পুড়ে যাওয়া অন্যান্য ময়লা পরিষ্কার করতেও দেখা গেছে। তবে এরই মধ্যে এসব এলাকায় যানচলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ‘ইঙ্গিতপূর্ণ’ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ। এরপর সোম, মঙ্গল ও বুধবার টানা তিনদিন সারা দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীনরা মাঠে নামে। এতে সোমবার ও মঙ্গলবার সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছে।
আরএইচটি/এমজে