রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ফলের আড়তের সামনে পুলিশের গুলিতে এক রিকশাচালক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সৌরভ বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই রিকশাচালককে যাত্রাবাড়ী ফলের আড়তের সামনে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমি ওই রিকশাচালকের নাম বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এসএএ/এসকেডি