সকাল ১১টার পর থেকে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ‌এ ঘটনায় পুলিশ সদস্যরা প্রায় কয়েক ঘণ্টা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতর আটকে ছিলেন। পরে এই পুলিশ সদস্যদের কানাডিয়ান ইউনিভার্সিটি ছাদ থেকে উদ্ধার করে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬০ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

এমএসি/এসকেডি