সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র ক‌রে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তি বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের জন্য ভ্রমণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে দেশটির নাগরিকদের জন্য এ সতর্কবার্তা দিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের ভ্রমণ এড়িয়ে যাওয়ার পাশাপাশি বাসার বাইরে চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জরুরি বা সহায়তার প্রয়োজন হলে ভারতীয় নাগরিকদের এই নাম্বারগুলোতে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

High Commission of India, Dhaka

+880-1937400591 (also on WhatsApp)

Assistant High Commission of India, Chittagong

+880-1814654797 / +880-1814654799 (also on WhatsApp)

Assistant High Commission of India, Rajshahi

+880-1788148696 (also on WhatsApp)

Assistant High Commission of India, Sylhet

+880-1313076411 (also on WhatsApp)

Assistant High Commission of India, Khulna

+880-1812817799 (also on WhatsApp)

এনআই/এমএ