ফাইল ফটো

মতিঝিলে নটর ডেম কলেজের সামনে পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের গলির ভেতরে ঢুকিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। বিপরীত দিক থেকে শিক্ষার্থীদেরও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নটর ডেম কলেজের সামনে কোটাবিরোধী শিক্ষার্থীরা অবস্থান করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা কলেজের অপর পাশের এক গলিতে ঢুকে যায়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়াশেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে হাতের কাছে যা পেয়েছে তা নিক্ষেপ করেছেন। এতে টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে শিক্ষার্থীরা গলির মুখে ও পুলিশ সড়কে অবস্থান করতে দেখা যায়।

গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।

এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 

এএইচআর/এমএসআই/এমএ