বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপার্সন অ্যাডভোকেট সিগমা হুদা (৭৯ বছর) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সিগমা হুদা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদার সহধর্মিণী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিগমা হুদা কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই দম্পতি দুই মেয়ে অন্তরা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে রেখে গেছেন। অন্তরা হুদা বর্তমানে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারম্যান।

এএইচআর/জেডএস