রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে মো. রুবেল (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা এলাকায়। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

নিহতের সহকর্মী ফরহাদ জানান, আমরা সবাই উত্তরা তিন নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের মন্ডল গ্রুপ নামে একটি কোম্পানির নির্মাণাধীন নয়তলা ভবনে কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে যায় রুবেল। তখন পাশেই থাকা রড পেটে ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমজে