ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজার নামাজ পড়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে এগিয়ে যান শিক্ষার্থীরা।

বুধবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মিছিল নিয়ে টিএসসির উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিকেলে ৪টার পর দিকে জানাজা শেষে কফিন নিয়ে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা টিএসসি চত্বরের দিকে এগিয়ে যান। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় হুড়োহুড়িতে অনেক শিক্ষার্থী আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গায়েবানা জানাজা শেষে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেছিলাম। কিন্তু সেখানে পুলিশ হামলা চালায়।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদিপ কুমার চক্রবর্তী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের অনুরোধে এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসি/এমজে