ভিসি চত্বরে কফিন, গায়েবানা জানাজার প্রস্তুতি আন্দোলনকারীদের
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত গায়েবানা জানাজার জন্য কফিন প্রস্তুত করা হয়েছে। এমনকি সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে লাশের কফিন নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সরেজমিনে দেখা গেছে, দুপুর দুইটার দিকে পূর্বঘোষিত গায়েবানা জানাজার নামাজে অংশ নিতে টিএসসি চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।
এ সময় চারদিকে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও দেখা গেছে। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকে।
এরপর বেলা ৩টা ৪০ মিনিটের দিকে নিউমার্কেট এলাকা থেকে একটি কফিনসহ মিছিল আসে। সে সময় শিক্ষার্থীরা আরও উত্তেজিত হয়ে পড়ে এবং স্লোগান দিতে থাকে।
টিআই/এমজে