ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

দুটি মৃত্যু। একজন শিক্ষক, অন্যজন ছাত্র।

অগ্নিঝরা গণ-অভ্যুত্থানের দিনগুলোয় যখন পাকিস্তানি শাসকের গুলিতে প্রতিনিয়ত রক্ত ঝরছিল স্বাধীনতাকামী ছাত্রদের বুক থেকে, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি এক শিক্ষক সভায় বলেছিলেন, ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে।’ ঠিক তার পরদিনই বিক্ষুব্ধ ক্যাম্পাসে ছাত্র মিছিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বুক পেতে নিয়েছিলেন ঘাতকের তপ্ত বুলেট। আর অংশ হয়ে গেলেন ইতিহাসের।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

‘স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার, স্যার!’

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা ছিল আবু সাঈদের। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গতকাল বেলা দুইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

কালবেলা

বিতর্কিত ও বেশি দরদাতা কোম্পানিকে কাজ দেওয়ার ছক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রিপেইড মিটার কেনায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সর্বনিম্ন দরদাতার পরিবর্তে বেশি মূল্যে বিতর্কিত কোম্পানিকে কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সর্বনিম্ন দরদাতার চেয়ে মিটারপ্রতি প্রায় ৭ ডলার অর্থাৎ ৮১০ টাকা বেশি পড়বে। ফলে এক প্রকল্পেই সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১৭ কোটি টাকা।

সূত্র বলছে, ৫টি দরপত্রে নিংগবো সানজিং কোম্পানি সর্বনিম্ন দরদাতা বিবেচিত হলেও এর মধ্যে মাত্র একটি দরপত্রের বিপরীতে তাদের কার্যাদেশ দেওয়া হয়। বাকি ৪টি দরপত্রের কার্যাদেশ ওই চীনা কোম্পানিকে দিতে পিডিবির কর্মকর্তারা তৎপরতা চালাচ্ছেন। এমনকি সর্বনিম্ন দরদাতাকে কারিগরিভাবে অযোগ্য প্রমাণ করতেও চাইছেন তারা। শুধু তাই নয়, আগে যেসব কোম্পানি কারিগরি ত্রুটিযুক্ত ও উচ্চমূল্যে মিটার সরবরাহ করত, সেগুলো নিংগবোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বলে পিডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান।

দেশ রূপান্তর

শান্তিপূর্ণ আন্দোলনে হামলা কাপুরুষোচিত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারি দলের ছাত্রসংগঠন ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চলমান সংকটের শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত সমাধান নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুই সপ্তাহ ধরে চলা সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটি বড় অংশ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। শিক্ষার্থীদের মতপ্রকাশ ও সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার পালনের এ আন্দোলনে সরকার ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সহিষ্ণু আচরণ আমাদের মনে আশার সঞ্চার করেছিল।

বণিক বার্তা

আনুষ্ঠানিক কর্মসংস্থানে বিশ্বে শেষ দশে বাংলাদেশ

দেশে কর্মজীবীদের বড় অংশই কাজ করছেন প্রাতিষ্ঠানিক কাঠামোবিহীন অনানুষ্ঠানিক খাতে বা ইনফরমাল চাকরিতে। সাধারণত যেসব চাকরিতে আইনি সুরক্ষা পাওয়ার মতো সুযোগ ও কাঠামো থাকে না; সেগুলোকেই এ খাতের অন্তর্ভুক্ত ধরে নেয়া হয়।

তালিকা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মাদাগাস্কার। দেশটির মোট কর্মসংস্থানের ৯৬ দশমিক ১ শতাংশ হয়েছে অনানুষ্ঠানিক খাতে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুদান ও নাইজেরিয়া। সুদানে ৯৪ দশমিক ৪ শতাংশ ও নাইজেরিয়ায় ৯৩ দশমিক ৯ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে কর্মরত। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে লাওস, জাম্বিয়া ও বলিভিয়া। দেশগুলোয় অনানুষ্ঠানিক খাতে কর্মরত রয়েছে মোট শ্রমশক্তির যথাক্রমে ৯০ দশমিক ৫, ৮৫ দশমিক ৬ ও ৮৪ দশমিক ৯ শতাংশ।

যুগান্তর

অস্ত্রধারী যুবকদের ধরতে মাঠে র‌্যাব ও গোয়েন্দা

কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে সোমবার আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলি করতে দেখা গেছে কয়েক যুবককে। এই যুবকদের পরিচয় নিশ্চিত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র‌্যাবের গোয়েন্দা ইউনিট এরই মধ্যে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের আড়ালে বহিরাগতরা ঢুকে গুলি এবং ককটেল বিস্ফোরণের মতো তাণ্ডব চালিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অস্ত্রধারীদের চিহ্নিত করার পাশাপাশি তাদের হাতে থাকা অস্ত্র বৈধ নাকি অবৈধ তা যাচাই করা হবে। অবৈধ হলে এসব অস্ত্রের উৎসও খোঁজা হবে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস যুগান্তরকে বলেন, বিষয়টি আমরাও অবগত আছি। ছবিগুলো নিয়ে কাজ শুরু করেছে র‌্যাবের গোয়েন্দা ইউনিট। কোনো অপশক্তি এই কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

কালের কণ্ঠ

ছাদ থেকে ১৫ জনকে ফেলা হয় নিচে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের সময় একটি ভবনের ছাদসহ বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজনকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মুরাদনগরে এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এ ঘটনার একটি ভিডিও চিত্র কালের কণ্ঠ’র হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বহুতল ভবনের বিভিন্ন তলার সানশেডের কার্নিশে অনেক তরুণ ঝুলছেন। তাঁরা ‘আল্লাহ’ ‘আল্লাহ’ বলছিলেন। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘কেরে ওডা, হে ভাই মারিসনে, মরে যাব তো বেডা।

সমকাল

হামলা-সংঘর্ষে নিভল ৬ প্রাণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চার শতাধিক। আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে কোথাও ছাত্রলীগ-যুবলীগ, কোথাও পুলিশ এসব সংঘর্ষে জড়ায়। নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দু’জন ও রংপুরের একজন রয়েছেন।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার রাত থেকেই ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উপাচার্যের বাসভবনে আশ্রয় নেওয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ বহিরাগতরা। পরে হল থেকে বের হওয়া শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে এলাকা ছাড়ে।

আজকের পত্রিকা

প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর অংশ হিসেবে পিএসসি কর্মকর্তাদের মডারেশন কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা, পাসওয়ার্ড-সংবলিত অত্যাধুনিক ট্রাঙ্ক ব্যবহার, ডিজিটালি রুম বন্ধ করা ইত্যাদি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং তাঁদের অবৈধ অর্থের উৎস অনুসন্ধানে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনাও দিয়েছে পিএসসি।

প্রথম আলো

আমার নিরীহ ছেলেকে মারল কে, প্রশ্ন শাহজাহানের মায়ের

ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে চুপ করে বসেছিলেন মা আয়েশা খাতুন। এ সময় একজন মুঠোফোনে মো. শাহজাহানের ছবি দেখান তাঁকে। তখন মুঠোফোনে চুমু দিয়ে আয়েশা খাতুন চিৎকার দিয়ে কেঁদে উঠে বলেন, ‘ও শাহজাহান, আমাকে ফাঁকি দিয়ে তুই কই চলে গেলিরে বাবা!’

ঢাকা মেডিকেলে আনতে আনতে শাহজাহানের মৃত্যু হয়। তখনো তাঁর পরিচয় জানা ছিল না। ঘণ্টাখানেক পরে মা আয়েশা খাতুন এসে ছেলের লাশ শনাক্ত করেন।

অনেক কষ্ট করে শাহজাহানকে বড় করে তোলার কথা জানিয়ে বিলাপ করে আয়েশা খাতুন বলেন, ‘এত কষ্ট করে শাহজাহানকে বড় করে তুললাম, বিয়ে করালাম, আজ গুলি করে আমার ছেলেকে মেরে ফেলা হলো। আমি ছেলে হত্যার বিচার চাই।’

এছাড়া মতিউর পরিবারের ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ; অবরোধ-সংঘাতে স্থবির ঢাকা; বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের নির্দেশনা; ব্যাংকের কাছে টাকা এখন আরও আকর্ষণীয়; সরকারের অভ্যন্তরীণ ঋণ পৌনে ৯ লাখ কোটি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।