সাড়ে ৬ ঘণ্টা পর থেমেছে সংঘর্ষ, পুলিশের নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব
দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর থেমেছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার শিক্ষার্থী-ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সবাইকে হটিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন পুলিশ ও বিজিবি সদস্যরা। এরপর স্বাভাবিক করে দেওয়া হয় যান চলাচল।
নিউমার্কেট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবেই আমরা সবাইকে নিবৃত করতে পেরেছি। বারবার চেয়েছি কোনো ধরনের সংঘাত ছাড়াই যেন সবাই ঘরে ফিরে যায়। সবশেষ উভয় পক্ষকেই আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তারা সবাই ঘরে ফিরে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। যান চলাচল শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সারাদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং দুইজনের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও করো পরিচয় নিশ্চিত হতে পারিনি। চেষ্টা চলছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও এখনো সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।
আরএইচটি/জেডএস