শাহবাগ মোড়ে হঠাৎ ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে
কোটাবিরোধী আন্দোলনকারীদের রুখতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার সময় শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা গেছে, ছাত্রলীগের কিছু নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দিচ্ছেন।
বিজ্ঞাপন
এদিন সন্ধ্যা থেকেই শাহবাগে নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। শাহবাগের আশপাশের সড়ক থেকে কয়েকটি পিকআপ ভর্তি করে নেতাকর্মীরা হেলমেট ও লাঠি হাতে যোগ দেন সেখানে। আবার কেউ কেউ জাদুঘরসহ আশপাশের সড়কগুলোতে লাঠি হাতে টহল দিচ্ছেন।
আরও পড়ুন
সরেজমিনে প্রেসক্লাবসহ শাহবাগ এলাকায় সাধারণ মানুষের আনাগোনা খুব একটা চোখে পড়ার মতো ছিল না। তবে যারা অফিস বা কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তাদের মধ্যে শঙ্কা বা ভয় বিরাজ করছে। কবে এ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে সেই প্রশ্ন রেখেছেন কেউ কেউ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের জন্য অপেক্ষমাণ মোহাম্মদ সুজন বলেন, একদিনের ব্যবধানে কী পরিস্থিতি কি হয়ে গেল। কেউ হারতে চায় না। কারও কথায় কেউ গুরত্ব দিচ্ছে না। যার ফল পেতে হচ্ছে সাধারণ মানুষকে। একটা ভয়ের মধ্যে রয়েছি। অফিস না করেও তো উপায় নাই।
শাহবাগ মোড় থেকে কয়েক কদম সামনে বসে গল্প করছিলেন কয়েকজন। এদের একজন কাশেম মিয়া। তিনি জানান, পিজির পাশে চা বিক্রি করি। গত কয়েকটা দিন ঠিকমতো দোকানও খুলি না ভয়ে। কবে যে এটা শেষ হবে?
এনআই/এমজে