বৈশ্বিক মহামারি করােনা সংক্রমণের চিকিৎসায় ফ্রন্টলাইনার যােদ্ধা হিসেবে অগ্রাধিকার পাচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা। স্বাস্থ্য অধিদফতর থেকে জারি করা এক আদেশে ওই বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। 

বুধবার (৫ মে) ডিআরইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করােনা সংক্রমণের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মাঠে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফ্রন্টলাইনার যােদ্ধা হিসেবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাংবাদিকরাও মহামারির শুরুর প্রথম দিন থেকে মাঠে রয়েছেন। এরইমধ্যে ১ হাজার ২৬০ জন সাংবাদিক আক্রান্ত এবং ৪৮ জন মারা গেছেন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় ৫০ জন সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হােম কোয়ারেন্টাইনে রয়েছেন শতাধিক। অনেকেই হাসপাতালে শয্যা না পেয়ে বাসায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। 

এ অবস্থায় আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনের কোভিড-১৯ আক্রান্ত সদস্যদেরকে বিছানা খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলাে।

আরএম/জেডএস