চট্টগ্রামে উদ্ধার তৎপরতা চালাচ্ছে রেড ক্রিসেন্ট
চট্টগ্রামে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছে রেড ক্রিসেন্ট। তারা নগরের বিভিন্ন এলাকা থেকে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দুজন নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানা গেছে, বিকেল ৩টা থেকে নগরের মুরাদপুর, ২ নম্বর গেট এবং ষোলশহর আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন মোড়ে অবস্থা নেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এদিন বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষে হতাহত অনেককেই রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে স্থানীয়রা এবং রেড ক্রিসেন্টের সদস্যরা।
এমআর/জেডএস