জগন্নাথ হলের সামনে দাঁড়িয়ে থাকা কোটাবিরোধী আন্দোলনকারী ও টিএসসিতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে দেখা যায়, দুই পক্ষই একে-অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের হাতে লাঠে রয়েছে।

সরেজমিন দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীরা জগন্নাথ হলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে ছাত্রলীগের নেতারা তাদের কর্মীদের সরিয়ে নেয়। এসময় কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে আহত করতে দেখা যায়। যেকোনো মুহুর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে।

তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এদিকে, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এমএসি/জেডএস