কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মতিঝিলে শাপলা চত্বর মোড়ে অবস্থান নিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে ব্যাংক পাড়া হিসেবে খ্যাত মতিঝিল এলাকা।

দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। এ সময় “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না” সহ কোটা সংস্কারের দাবিতে অন্যান্য স্লোগান দিতে থাকেন।

সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার প্রতিবাদে দুপুরে এ অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

সকাল থেকে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্তান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীরা, কুড়িলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে। ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে মিরপুর-১০, গাবতলী, সায়েন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

এনএম/এসএম