কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রেখেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল ১০টার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। একইভাবে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘সীতাকুণ্ডের কুমিরা এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। তবে সকালে চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে।’

মঙ্গলবার দুপুর দুইটা পাঁচ মিনিটের দিকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছি। তারা নিজেদের বাসায় চলে যাচ্ছে, সড়কে যানচলাচল ঠিক আছে। এখন রেল পথেও কোনো সমস্যা নেই। সড়কে তারা একটি টায়ার পুড়িয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আরএমএন/এসএম