রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাঠেরপুল মাদ্রাসা ও এতিমখানার পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৬ বছর।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ। তিনি বলেন, বিকেলে স্থানীয় এলাকাবাসী পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। পরে আমাদের খবর দিলে ওই মাদ্রাসার পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করি। ওই কিশোরের পরনে কালো প্যান্ট ছিল।

এসআই বলেন, ওই কিশোর মরদেহ দেখে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি দুয়েকদিন আগে সে মারা গেছে। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা ওই কিশোরের নামপরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু সেটিও আমরা খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসএএ/এসএসএইচ