২ ঘণ্টা ধরে অবরুদ্ধ, গান-স্লোগানে উত্তাল শাহবাগ
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কিংবা স্থায়ী সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছে শাহবাগ মোড়। এ এলাকায় যানচলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শাহবাগ মোড়ে আন্দোলন চলছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
হাজার হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী তরুণ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের পরিধি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের নানা স্লোগানে ও দেশাত্মবোধক গানে এখন উত্তাল গোট শাহবাগ।
প্রায় দুই ঘণ্টা ধরে শাহবাগ মোড় এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পরিষেবার গাড়ি আটকাচ্ছেন না শিক্ষার্থীরা।
সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড়ে পুলিশের কোনো অবস্থান দেখা যায়নি। মোড় থেকে কিছুটা পিছু হটে বারডেম হাসপাতালের সামনে অবস্থান করছে তারা।
এমএসি/এমএ