বিমানের ভেতরের এসি থেকে ঠান্ডা বাতাস না বের হওয়ায় মাঝ আকাশ থেকে একটি ফ্লাইট ঢাকায় ফেরত এসেছে। ঘটনাটি বৃহস্পতিবার সকালের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটটি সকাল ৮টায় ঢাকা থেকে রওনা হয়। তবে এসি থেকে যে বাতাস বের হচ্ছিল তাতে বিমানের কেবিন ঠান্ডা হচ্ছিল না। যাত্রীদের বিরক্তির বিষয়টি কেবিন ক্রুর মাধ্যমে পাইলটকে জানানো হয়। পরে পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ফ্লাইটের সকল যাত্রী সুস্থ আছেন।

ফ্লাইটটি বিমানের ড্যাশ ৮-৪০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি মেরামতের জন্য হ্যাঙ্গারে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঢাকা পোস্টকে জানান, ফ্লাইটটি উড্ডয়নের ২০ মিনিট পর কেবিন গরম হয়ে যাওয়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়। যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ৯টা ৫০ মিনিটে আরেকটি ফ্লাইটে করে সেসব যাত্রীদের চট্টগ্রাম পাঠানো হয়।

এআর/এসকেডি