টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) সার্টিফিকেটধারী দেশের ৫৮টি প্রতিষ্ঠান আয়কর এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেয়নি। এসব প্রতিষ্ঠানকে ১৪ জুলাই (৭ দিন) এর মধ্যে যাবতীয় বকেয়া পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এসংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।

এতে বলা হয়েছে, বিটিআরসির ইস্যু করা টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভিএএস) গাইডলাইন অনুযায়ী টিভিএএস সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে মোট অর্জিত রাজস্বের ৫ দশমিক ৫ শতাংশ হারে আয়কর (রেভিনিউ শেয়ারিং) এবং ১ শতাংশ হারে সামাজিক দায়বদ্ধতা ফি বিটিআরসিতে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ৫৮টি প্রতিষ্ঠান নির্দেশনা উপেক্ষা করে এই দুই খাতের কোন অর্থ বিটিআরসিতে জমা দেননি। তাই ৫৮টি টিভিএএস প্রতিষ্ঠানসহ সকল টিভিএএস প্রতিষ্ঠানকে গাইডলাইনের মোতাবেক রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদার সকল বকেয়া অর্থ প্রযোজ্য মূসক ও বিলম্ব ফিসহ পত্রজারির ৭দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এরপরও যারা বকেয়া পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী টেলিকম ভেলুয়েড সার্ভিস রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে টিভিএএস প্রতিষ্ঠানসমূহ গাইডলাইনের ক্লজ নং-১৯.০১ মোতাবেক বিটিআরসিকে যথাসময়ে রেভিনিউ শেয়ার ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদা পরিশোধ সহজীকরণে মোবাইল অপারেটরসমূহকেও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

যে ৫৮টি প্রতিষ্ঠান আয়কর ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ জমা দেয়নি  

বিটিআরসির প্রকাশিত তথ্য অনুযায়ী ৫৮টি প্রতিষ্ঠান রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল চাঁদা বাবদ কোনো অর্থ জমা দেয়নি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে —

৪ডিএল বাংলাদেশ লিমিটেড, আমরা ইনফোটেইনমেন্ট লিমিটেড, অনুপম রেকর্ডিং মিডিয়া, এভিস টেকনোলজিস লিমিটেড, অ্যাক্সন ইনফোটেক, বিগএক্সএফ সলিউশন লিমিটেড, সেলটেক প্রডিজি লিমিটেড, চমৎকার ডিজিটাল লিমিটেড, ক্রিয়েটিভ ডিজিটাল স্টোর, ঢাকা ফাইবার নেট লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, এডিসন কমিউনিকেশন লিমিটেড, এনরিচ টেকনোলজি বাংলাদেশ, এক্সপেরিভা ইন্টারন্যাশনাল লিমিটেড, ফাস্ট ট্র্যাক আইটি সলিউশন লিমিটেড, ফস্টার কর্পোরেশন লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, হ্যালো ডক্টর বিডি, হিসাব লিমিটেড, আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড, ইনোভারটেক লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, আই-ভিএএস সলিউশন, ঝরো টেক, জীবনধারা লিমিটেড, আইসিটি সলিউশন সেন্টার, ম্যাক্সওয়েল সার্ভিসেস, মিডিয়াস্টার লিমিটেড, মোবাইল মাল্টিমিডিয়া, মোবিটিপস, মমি ড্যাডি মি বিডি লিমিটেড, মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড, নেসবিট টেকনোলজিস লিমিটেড, ওয়ান৯৭ কমিউনিকেশনস বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, পাতা টেকনোলজি লিমিটেড, ফিচার স্টুডিও (বিডি) প্রাইভেট লিমিটেড, রেভোটোন লিমিটেড, সেডানিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) লিমিটেড, শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড, ৪০শেল অ্যান্ড কার্নেল লিমিটেড, এসকে মবি (বিডি) লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড, ৪৩সান টেকনোলজিস লিমিটেড, টেক টু মোর লিমিটেড, টেকসিকিউয়ার লিমিটেড, টেলিপোর্ট বাংলাদেশ লিমিটেড, টেসইয়েনক টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, অভি কথাচিত্র লিমিটেড, ট্রায়াম্ফ টেকনোলজিস লিমিটেড, ট্রু সার্ভিস প্রাইভেট লিমিটেড, ট্রু ওয়ার্কস্টেশন লিমিটেড, টুইনপ্যাক বিজনেস কর্পোরেশন লিমিটেড, ইউনিয়ন কমিউনিকেশনস লি. ইউরস্টেক লিমিটেড, ভিএএস প্রো লিমিটেড, ভিআইও টেক লিমিটেড, ওয়্যারলেস মিডিয়া কমিউনিকেশন এবং এক্সট্রিম সলিউশন।

আরএইচটি/এসকেডি