সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন শাহনাজ আরেফিন
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা অবস্থায় আলোচিত সিনিয়র সচিব খাজা মিয়াকে অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে ৪ জুলাই থেকে অবসর দেওয়া হয়। আর ৫ জুলাই থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়।
খাজা মিয়া গত বছর পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটি পথসভা ও মতবিনিময় সভা করেছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। এসব সভায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সমালোচনা করেছিলেন। এ নিয়ে আলোচনার মধ্যেই তাকে ওএসডি করা হয়।
এসএইচআর/এসএম