সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ (রোববার) দুপুর থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) চালিয়ে যেতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকের মতো আগামীকাল সোমবারও ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এখন তারা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছেন। কেন্দ্রীয় নির্দেশনা পেলে আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন।

অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও জানান, আজ রাত ৮টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা ছিল। রাতে যেন দুষ্কৃতকারীরা প্রবেশ করতে না পারে সেজন্য সন্ধ্যার মধ্যে হয়ত অবরোধ তুলে নেওয়া হবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দিন যত গড়াচ্ছে আন্দোলনকারীদের সংখ্যাও ধীরে ধীরে কমছে। দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৬টার পর পর্যন্ত সায়েন্সল্যাবের কোনো পাশেই যানবাহন চলাচল করতে পারেনি। এ সময় সড়কে শত শত গাড়ি আটকে থাকতে দেখা গেছে। এ ছাড়া, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বেশ সতর্ক অবস্থায় দেখা গেছে।

এর আগে দুপুর ২টার দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর ফলে মুহূর্তেই গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা বাতিল ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। একটি বিশেষ শ্রেণিকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারা দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

এমএসি/এমজে