সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) দুপুরে কলেজ থেকে মিছিল নিয়ে এসে অবস্থান নেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানান, সরকারি চাকরিতে কোটা বাতিল করতে হবে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল রাখতে হবে। অবরোধের ফলে আজিমপুর থেকে মিরপুর সড়ক অভিমুখের সব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে এবং ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

তারা বলেন, সংবিধান অনুযায়ী সবার সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কোটা ব্যবস্থার মাধ্যমে একটি বিশেষ শ্রেণিকে সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি কখনো সব নাগরিকদের জন্য সমান সুযোগ হতে পারে না। অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত ২০১৮ সালের সিদ্ধান্ত পুনর্বহাল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সুরাইয়া ইয়াসমিন নামের এক শিক্ষার্থী বলেন, কোনো বাধার কাছে আমরা মাথা নত করব না। যেকোনো মূল্যে কোটা বাতিল করেই ঘরে ফিরব। আমরা সব শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ চাই। মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে কেউ বাড়তি সুযোগ নেবে সেটি হতে পারে না।

ফারিয়া আমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, কোটা বাতিলের দাবিটি সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের। কাদের খুশি রাখার জন্য দীর্ঘদিন ধরে নিয়মের নামে এই অনিয়ম হয়ে আসছে সেটি আমরা জানি না। তবে আর এটি সহ্য করা হবে না। সরকারি চাকরিতে প্রবেশ করতে হলে সবাইকে পরীক্ষা দিয়েই প্রবেশ করতে হবে। কেউ যেন বাড়তি সুযোগ নিতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

অপরদিকে এই একই দাবিতে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অবশ্য এরই মধ্যে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নিয়েছেন।

আরএইচটি/জেডএস