অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

রোববার (৭ জুলাই) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। 

দুদকের এজাহার সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৭২ হাজার ১৪২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য সম্বলিত বিবরণী কমিশনে দাখিল করেছেন মোকছেদুল ইসলাম। এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৫ লাখ ৪০ হাজার ৬৬০ টাকার সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া গেছে। যে কারণে তার বিরুদ্ধে  দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

আরএম/জেডএস