বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতায় উভয় বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

নারী দলে ডিএমপি ২৩ গোল করে। জবাবে ঢাকা রেঞ্জ ১৮ গোল করে। ডিএমপি ৫ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে।

পুরুষ দলে ডিএমপি ৩৪ গোল করে। ঢাকা রেঞ্জ করে ৩১ গোল। ডিএমপি ৩ গোলের ব্যবধানে  চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চট্টগ্রাম রেঞ্জ ও নারী বিভাগে এপিবিএন তৃতীয় স্থান অধিকার করেছে।

পুরুষ বিভাগে সোহাগ হোসেন আরিফ ও নারী বিভাগে রুবিনা আক্তার বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সহ সভাপতি ও ডিআইজি এস এম মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি নাজমুল ইসলাম, টিম ম্যানেজার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএসি/এসএসএইচ