রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল মিয়া (৪৫) নামে ভুষির ফ্যাক্টরির এক কর্মচারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুলাল মিয়া লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মৃত আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

দুলাল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা ফ্যাক্টরির মালিক আবু বকর সিদ্দিক জানান, ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ভুষির ফ্যাক্টরি রয়েছে আমার। ওই ফ্যাক্টরিতে দুলাল মিয়া কর্মচারী হিসেবে কাজ করতো। আজ দুপুরের দিকে ফ্যাক্টরির একটি মেশিন অকেজো হয়ে পড়লে গ্র্যান্ডিং মেশিন দিয়ে তা মেরামত করছিল দুলাল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে সে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় দুলাল মিয়া আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস