শেষ হলো ঢাকা নর্থ মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট
পর্দা নামল ঢাকা নর্থ মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ এর। এতে চ্যাম্পিয়ন হয় গ্রেগরিয়ান এসিইএস। আর ১ম রানার্সআপ হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি)।
শুক্রবার (৫ জুলাই) রাতে ফাইনাল ম্যাচ শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, পার্ক ও খেলা বাড়ানো ছাড়া ঢাকাকে সুস্থ করা যাবে না, সুস্থ প্রজন্ম গড়ে তোলা যাবে না।
আরও পড়ুন
এসময় তিনি বলেন, যারা মাঠ ও পার্ক দখল করে রেখেছেন দ্রুত দখল ছেড়ে দিন। নয়তো নতুন প্রজন্মের কাছে আপনাকে এর জবাবদিহি করতে হবে। সেদিন আপনার সামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?
এসময় মেয়র দখলবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৯ জুন শুরু হওয়া খেলায় ঢাকার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এএসএস/এসএসএইচ