আগামীকাল বৃহস্পতিবার সচিব সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুদ্ধাচার ও সুশাসনসহ পাঁচটি বিষয়কে সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। 

সভায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

সভায় সচিবদের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এছাড়া, কয়েকজন সরকারি কর্মচারীর দুর্নীতির অভিযোগের ইস্যুতেও দিকনির্দেশনা আসতে পারে।

এর আগে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি সচিব সভা হয়েছিল। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। 

এসএইচআর/এসকেডি