মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী মনিশ গোবিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ।

বুধবার (৩ জুলাই) ম‌রিশা‌সের মন্ত্রীর দপ্ত‌রে তাদের সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আলোচনা হয় এবং সাক্ষাৎকালে বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করে। 

হাইকমিশনার মরিশাসের মন্ত্রীকে বাংলাদেশ ও মরিশাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন।

আলোচনায় তারা উভয় দেশের উচ্চ পর্যায়ের সফর, ব্যবসায়ী প্রতিনিধিদের সফর, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং মারিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 

উভয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক ও চুক্তিগুলো চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আশ্বাস দেন।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান এবং মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এনআই/কেএ