বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে বলে জা‌নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সা‌র্ভিস একাডে‌মিতে এক অনুষ্ঠান শেষে সম্প্রতি সৌ‌দি সফরে আলোচনার বিষয়ে এ তথ্য জানান তি‌নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে ৩১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি কর্মরত আছে। করোনাউত্তর তিন বছরে সৌদি আরবে আবার উন্নয়ন কাজ শুরু হয়েছে। গত তিন বছরে ১৭ লাখ কর্মী বিদেশে রপ্তানি হয়েছে। আমরা আরও কর্মী নিতে সৌদি আরবকে অনুরোধ করেছি। 

হাছান মাহমুদ বলেন, গত তিন বছরে সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের রেজিস্ট্রেশনের বিশেষ সুযোগ প্রদানের অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আর আমরা শ্রমিক রপ্তানিকারক আর তারা গ্রহীতা এমনটা নয়। এখন সম্পর্ক বহুমাত্রিক। তারা বাংলাদেশ বিনিয়োগ করছে, আরও করবে। আমরা বাংলাদেশের ইপিজেড বিনিয়োগ করতে বলেছি। তারা বঙ্গবন্ধু শিল্পনগরী ঘুরে গেছে। 

জ্বালানি তেল আমদানি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক খাতে তাদের বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আর্থিক খাতের সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। সৌদি কোম্পানিগুলো থেকে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টে আমানত আকর্ষণের ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। অফশোর ব্যাংকিং খাতে ৮ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে। 

হাছান মাহমুদ বলেন, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আগামী বছর সৌদি-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর যথাযথ উদযাপনে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের বৈঠককে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন তারা।

এনআই/পিএইচ