জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে নৌকার ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীতে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে মেঘনা নদীর চাঁদপুর অংশের বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে নৌকাটি তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল। 

এমন তথ্য জানিয়ে শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ভীত-সন্ত্রস্ত কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের জন্য অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-ইমরান। কনস্টেবল ইমরান কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় তাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯-এর ডিসপাচার এসআই মো. মান্নান।

পরে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে। 

চাঁদপুর নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসি/কেএ