সংসদে স্থানীয় সরকার মন্ত্রী
বায়ু দূষণে ল্যান্ডফিলের মিথেন গ্যাসের প্রভাব আশঙ্কাজনক নয়
জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বায়ু দূষণে ল্যান্ডফিলের মিথেন গ্যাসের প্রভাব আশঙ্কাজনক নয়।
রোববার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকনের করা লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিজ্ঞাপন
সংসদ সদস্য সাঈদ খোকন মন্ত্রীর কাছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের স্যানিটারি ল্যান্ড ফিল্ড থেকে ক্রমাগত মিথেন গ্যাস নির্গত হওয়ায় রাজধানীর বায়ু দূষিত হয়ে পড়েছে; পরিবেশ দূষণে মিথেন গ্যাস নির্গত হওয়া বন্ধ করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না জানতে চান।
আরও পড়ুন
জবাবে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বায়ু দূষণের প্রধানতম কারণগুলোর অন্যতম হচ্ছে, ফিটনেসবিহীন যানবাহন, কলকারখানা ও ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। এছাড়া নগরায়ণের ফলে সৃষ্ট ধূলি দূষণ। বায়ু দূষণে ল্যান্ডফিলের নির্গত মিথেন গ্যাসের প্রভাব আশঙ্কাজনক নয়। আমরা মিথেন গ্যাস নির্গত নিয়ন্ত্রণের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর স্যানিটারি ল্যান্ডফিল ও বর্জ্য থেকে শক্তি উৎপাদন সংক্রান্ত প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম প্রশ্ন করেন দেশে বর্তমানে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয়; তার ৩০ শতাংশের বেশি হয় রাজধানীতে; এই বর্জ্যকে রিসাইকেলিং করে দূষণ রোধসহ সম্পদে রূপান্তর করা সম্ভব। সরকার এই বিষয়ে কোনো প্রকল্প গ্রহণ করেছে কি না?
জবাবে মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণে থ্রি আর (রিডিউস, রি-ইউজ অ্যান্ড রিসাইকেল) কৌশল পরিকল্পনায় বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্প (পরিবেশবান্ধব আধুনিক থার্মাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনসহ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পনা) গ্রহণ করা হয়েছে।
এসআর/এমএ